সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ওয়ারেস হোসেন করোনায় আক্রান্ত
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ওয়ারেস হোসেন করোনায় আক্রান্ত
জাতীয় সংসদ সচিবালয়ের কমন ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব ওয়ারেস হোসেন করোনায় আক্রান্ত। ওয়ারেস হোসেন সংসদ অধিবেশন আয়োজনসহ সংসদের সকল লজিস্টিক কাজ, আপ্যায়ন এবং ভিআইপি অফিস ও বাসভবনের তদারকির দায়িত্ব পালন করে থাকেন।
বিগত প্রায় ৯-১০ বছর ধরে তিনি দক্ষতা যোগ্যতা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এবারও ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অধিবেশন উপলক্ষে কয়েক দিন ধরেই সংসদে বিভিন্ন কাজে অফিস করছিলেন ওয়ারেস হোসেন।
বিভিন্ন কাজে তিনি স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদের প্রধান হুইপ ও হুইপদের পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী, গণপূর্ত বিভাগের সকলের সাথে তার আন্তরিকতা রয়েছে। যে কারণে তিনি স্পিকার, ডেপুটি স্পিকারসহ ভিআইপিদের দপ্তরে বিভিন্ন কাজে গিয়েছেন। করোনা নমুনা পরীক্ষার দুই দিন আগেও তিনি ওই সকল দপ্তরে গিয়েছেন।
শরীরে কোন উপসর্গ না থাকলেও বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে কাজে যোগদানের পর বাধ্যতামূলক টেস্ট এর অংশ হিসেব গত ৩ জুন নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বিভিন্ন ব্যক্তির সাথে সংসদ অধিবেশন প্রস্ততির কাজে নিয়োজিত থাকায় গতকাল (০৮ জুন) পুনঃ পরীক্ষায় পজিটিভ আসে।
করোনা পজিটিভ আসার পর তিনি তার সরকারি কোয়ার্টারের বাসায় আইসোলেশনে রয়েছেন। ওয়ারেস হোসেন সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তিনি বার্তা২৪.কম-কে বলেন, জাতীয় স্বার্থে, বাজেটের প্রস্তুতির জন্য কাজ করেছি। ইনশাআল্লাহ সকলের দোয়া ও ভালবাসায় সুস্থ হয়ে আবার কাজে যোগ দিবো। এছাড়া জাতীয় সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদও করোনা পজিটিভ বলে জানা গেছে। গণসংযোগ বিভাগের একজন ক্যামেরাম্যানও করোনায় আক্রান্ত।