বাজার সিন্ডিকেট ভাঙতে ফেনীতে শুরু হল ইনসাফের বাজার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রমজান মাসে বাজার সিন্ডিকেট ভাঙতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ফেনীতে চালু হয়েছে ইনসাফের বাজার। যেখানে বাজারের দর থেকে ১০ থেকে ১৫ টাকা কমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম দিনের বাজার বসে। রমজান মাসে আগামী ৩ দিন ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার ও দাগনভুঞার সিলোনিয়া বাজারে চলবে এ কার্যক্রম।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে নিহত মাসুদের নামে গড়া সংগঠন শহীদ মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে চলছে এ কর্মসূচি। ফাউন্ডেশনের টাকায় এসব পণ্য কিনে মানুষকে সেবা দেয়ার উদ্দেশ্য এসব পণ্য পাইকারি দর থেকেও কম দামে বিক্রি করছে ফাউন্ডেশনের সদস্যরা।

বিজ্ঞাপন

ইনসাফের বাজারে প্রতি কেজি চাল ৫০ টাকা, তেল প্রতি লিটার ১৬৫ টাকা, আলু ১৫ টাকা,পেঁয়াজ ২০ টাকা,ছোলা ৯০ টাকা,লেবু প্রতি হালি ২০ টাকা,বেগুন ২৫ টাকা,শসা ১৫ টাকা ও টমেটো ৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

রমজানে মানুষের সেবা করতে ও বাজার সিন্ডিকেট ভাঙতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সদস্যরা। তারা বলছেন রমজানে ইনসাফ প্রতিষ্ঠা করে মানুষকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।

শহীদ মাসুদ ফাউন্ডেশনের সভাপতি আবদুল্লাহ আল মামুন আরমান বলেন, শহিদ মাসুদ ফাউন্ডেশন এ ইনসাফ বাজার আয়োজন করা হয়েছে। সিন্ডিকেট হওয়া পণ্য গুলো এখানে বিক্রি করা হচ্ছে। তেল, শসা, পেঁয়াজ, বেগুনসহ অন্যান্য সামগ্রী এখানে বিক্রি করছি। রমযান উপলক্ষে ইনসাফ ধরে রেখে মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল ধারনা বজায় রাখতে।

তিনি বলেন, মাসুদ শহিদ হওয়ার পর থেকে আমাদের বন্ধু ও পরিবারের সদস্য তার শুভাকাঙ্ক্ষীরা মিলে তার স্মৃতি রক্ষার্থে কাজ করে যাচ্ছি।

ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জাহিদ হোসেন মুন্না বলেন, আমরা এ কার্যক্রমে পাইকারি দাম থেকেও কম দামে দিচ্ছি। সিন্ডিকেটের কারনে অনেকে ইচ্ছামত পণ্য ক্রয় করতে পারেনা। এ সিন্ডিকেট বন্ধ করতে মানুষকে সেবা দেয়ার লক্ষ্যে আমরা এ বাজার কর্মসূচি পালন করছি।

বাজারের চাইতে কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। বাজার সিন্ডিকেট ভাঙতে সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন সাধারণ মানুষ।

আব্দুল হক নামে এক ক্রেতা বলেন, রমজানে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা রমজানে বাজারে যে পণ্য অনেক বেশি দামে ক্রয় করছি সেটা এখানে ১০ থেকে ১৫ টাকা কম। মানুষের মধ্যে একটা স্বস্তি এসেছে। এখানে আলু ৫ টাকা কম, তেল ১৫ টাকা কম।সবকিছু তারা কম দামে দিচ্ছে। আমরা এতে অত্যন্ত খুশি।

রফিক মিয়া নামে আরেকজন বলেন, রমজানে এ উদ্যোগ খুবই সুন্দর। বর্তমান প্রেক্ষাপটে এ দরে পাওয়া যায় না। সাধারণ মানুষ যাদের ক্রয় ক্ষমতা কম তাদের জন্য এ বাজার আশীর্বাদ।

উল্লেখ্য, শহীদ মাসুদের স্মৃতি রক্ষার্থে দাগনভুঞাতে তার বন্ধু ও পরিবারের সদস্যদের উদ্যোগে শহিদ ফাউন্ডেশন এর যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকেই নানা সামাজিক ও সেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। শহিদ মাসুদ ৪ আগস্ট ২০২৪ সালে ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নিহত হয়।