সদ্য চালু করা হটলাইনে শতাধিক অভিযোগ, ব্যবস্থা নিল পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সোমবার পুলিশ হেডকোয়ার্টার থেকে হটলাইন চালু করা হয়েছে। সদ্য চালু হওয়া এই হটলাইনে অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে পুরিশ।

সোমবার (১০ মার্চ) বিকেলে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে। বিকেল সোয়া ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর।

বিজ্ঞাপন

তিনি জানান, সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ এসেছে। প্রাপ্ত অভিযোগের যেসকল ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসারকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আর যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।

হট লাইনে জমা পড়া ১০৩ টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি)। 

বিজ্ঞাপন

হটলাইন নম্বরসমূহে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়।