ডিএনসিসি’র পূর্ব রাজাবাজার মঙ্গলবার রাত ১২টার পর লকডাউন
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পূর্ব রাজাবাজার এলাকা মঙ্গলবার (৯জুন) দিবাগত রাত ১২টার পর থেকে লকডাউন করা হবে।
সোমবার দুপুর একটায় করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র মোঃ আতিকুল ইসলাম।
মেয়র আতিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলাপ করেছি। আমরা আজকে ফিল্ড ওয়ার্ক সেরে ফেলেছি। সকলের সঙ্গে আলাপ করে মঙ্গলবার (০৯ জুন) দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করে দিচ্ছি।
জনগণের প্রতি আমার আহ্বান আমাদের সাহায্য সহায়তা করুন আপনাদের সহযোগিতায় এই এলাকা থেকে করোনা দূর করতে পারব।
তিনি বলেন, যদি এভাবে এলাকা ভিত্তিক, জোন ভিত্তিক করোনা দূর করতে পারি তাহলে অচিরেই আমরা করোনা থেকে রেহাই পাব। বিভিন্ন দেশে জোন ভিত্তিক কার্যকরিতার উদাহরণ রয়েছে। আবার কোন কোন দেশে এটা কার্যকরও হয়নি। এটার সুফল পেতে সকলের সহযোগিতা লাগবে। এলাকার লোক সহযোগিতা করলে এভাবে জোন ভিত্তিক রেড জোন থেকে ইয়োলো ও গ্রীণ জোনে রূপান্তর করতে পারব। এজন্য সকলকে নিয়ম মেনে চলত হবে।