যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান

মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও যানজট নিরসনে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ মার্চ) সকালে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, থানা ও হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরবে প্রবাসী ও দেশের বিভিন্নস্থানে কর্মরত মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্নে করতে ও যানজট নিরসনে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সিদ্ধান্ত দেয় জেলা, উপজেলা ও পৌর প্রশাসন।

এরই অংশ হিসেবে শনিবার চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এতে সন্তোষ প্রকাশ করেছে বাজারে আসা নারী-শিশু ক্রেতাসহ সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

ঈদ বাজার করতে আসা কুলসুমা বেগম ও আলেয়া বেগম নামের দুইজন বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ঈদ মার্কেটে সুন্দরভাবে যেতে পারছি। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ঈদ যাত্রায় সবার সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে মর্মে শুক্রবার সারাদিন পৌরসভার পক্ষ থেকে বাজারে মাইকিং করা হয়েছিল। এরপরও ব্যবসায়ীরা সচেতন না হওয়ায় শনিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান
আগামীতেও অব্যাহত থাকবে।