পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা

স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। 

শনিবার (২২ মার্চ) দুপুরে অভিযুক্ত স্বামী মো. শাকিল মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ। আটক মো. শাকিল মিয়া ওই গ্রামের মো. লাবলু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (২০) পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শাকিল মিয়া। এতে রুবিনার শরীরের প্রায় ৭০ শতাংশ অংশ পুড়ে যায় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রুবিনার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে শাকিল মিয়া পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রুবিনাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, রুবিনার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে শাকিল মিয়াকে আটক করে পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে শাকিল মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’