প্রতি রাতেই পাচার হচ্ছে শাল গজারি গাছ, নেপথ্যে কারা?

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার কাচিঘাটা রেঞ্জ থেকে প্রতি রাতেই বনের শাল গজারি গাছ কেটে পাচার করা হচ্ছে। এতে ধ্বংস হচ্ছে এ অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল। অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপি নেতা পরিচয় দিয়ে কিছু ব্যক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বনের গাছ পাচারের সাথে জড়িত রয়েছেন।

শনিবার (২২ মার্চ) ভোরে বেলায়ানাহী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ার কাচিঘাটা রেঞ্জের জাথালিয়া বিট এলাকার জানপাড়া এলাকায় সলিল চন্দ্রা বর্মণের প্লট থেকে পাচারকালে বেশকিছু গজারি গাছ জব্দ করে বন বিভাগ। এ ঘটনায় ওই গাছ ছাড়িয়ে নিতে স্থানীয় বিএনপির একাধিক নেতা বন বিভাগের কর্মকর্তাদের কাছে সুপারিশ করেন বলে জানায় বন বিভাগ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বন বিভাগের দ্বায়িত্বহীনতায় কয়েক মাস ধরেই প্রতি রাতেই নির্বিচারে কাটা হচ্ছে সরকারি বনাঞ্চলের শাল গজারি গাছ। গাছ পাচারের সাথে জড়িত স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সাথে সখ্যতা রয়েছে বন বিভাগের কর্মীদেরও। ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা, বাসাকৈর, কে এনবি বাজার, জাথালিয়াসহ বিভিন্ন এলাকার গহীন বন থেকে রাতভর কাটা হচ্ছে গজারি গাছ। এসব গাছ রাতের আধারেই মাওনা-ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে বিভিন্ন এলাকায় পাচার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা জানান, সরকার পতনের পর থেকে এই অঞ্চলের প্রতিটা এলাকা থেকে অবাধে গাছ কেটে নিচ্ছে অসাধু লোকেরা। তাদের অনেকেই বর্তমানে বিএনপি নেতা পরিচয়ে প্রভাব খাটাচ্ছে। গাছ পাচারের সাথে বন বিভাগেরও অনেকেই জড়িত রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে কালিয়াকৈরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জালাল মিয়ার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলে তিনি জানান, এসব চোরাকারবারির সাথে আমি জড়িত নয়। আমরা বিএনপি করি নয় মাস জেল খাটছি, আমাদের শরীরে রাগ এমনেই বেশি।

এ ব্যাপারে জাথালিয়া বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুর রহমান চৌধুরী জানান, আমি অফিসে নাই। খবর পেয়েছি গজারি গাছ আটক হয়েছে।

কাচিঘাটা রেঞ্জের কর্মকর্তা শাহজাহান মিয়া বার্তা২৪.কমকে বলেন, জাথালিয়া বিটের জানপাড়া এলাকা থেকে ১৪টি গজারি গাছ কেটে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে আমি লোকজন নিয়ে সেগুলো আটক করেছি।