নাইক্ষ্যংছড়িতে গৃহবধূকে জবাই করে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে তৈয়বা বেগম (৫০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড রাঙ্গাঝিরি নামক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গৃহবধূ তৈয়বা বেগম (৫০) একই ইউনিয়নের মগের ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিরাজুল ইসলাম ঘরের মধ্যে রক্তাক্ত স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করেন। পরে সেখানে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পার্শ্ববর্তী রাবার বাগান দখল নিয়ে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক বলেন, বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি নামক এলাকায় এক গৃহবধূকে দুর্বৃত্তরা জবাই করে হত্যার খবর পাই। পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।

বিজ্ঞাপন