সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিত্যক্ত ভবনে মাদকের আখড়া

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : বার্তা ২৪

ছবি : বার্তা ২৪

পটুয়াখালী পৌর শহরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নির্মিত অধিকাংশ ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গণপূর্ত বিভাগ ভবনগুলোকে বসবাসের অনুপযোগী ঘোষণা করলেও এখনো সেগুলো ভাঙা হয়নি। ফলে এসব ভবন ধীরে ধীরে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের পর সরকারি কর্মকর্তাদের জন্য শহরের অফিসপাড়ার কাছে এ, বি, সি ও ডি টাইপের ২০টি ভবন নির্মাণ করা হয়েছিল, যেখানে ১৫৬টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ১৫টি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা ভাঙার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে অন্ধকার নামতেই সেখানে শুরু হয় মাদকসেবীদের আনাগোনা। শুধু তাই নয়, অনৈতিক কর্মকাণ্ডেরও অভিযোগ উঠেছে এসব ভবন নিয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ভবনগুলো অব্যবহৃত থাকায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মাদকের ছোবল থেকে শিক্ষার্থীরাও রেহাই পাচ্ছে না। স্কুল-কলেজের কিছু শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে এখানে সময় কাটাচ্ছে, যা অভিভাবকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জরাজীর্ণ পাঁচটি ভবনে এখনও কিছু পরিবার জীবন ঝুঁকি নিয়ে বসবাস করছে। ভবনগুলোর অবস্থা এতটাই নাজুক যে যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস জানান, পরিত্যক্ত ভবনগুলো দ্রুত ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এটি বাস্তবায়ন করতে কত সময় লাগবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।