পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ছেরু মিয়া (৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে। এমন ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের বিডিআর বাড়িতে।

শনিবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহাম্মেদ।

বিজ্ঞাপন

গ্রেফতার ছেরু মিয়া ঐ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। এ ঘটনায় কিশোরী গৃহবধূ বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করে।

মামলায় কিশোরী গৃহবধূ উল্লেখ করেন, গত ১ বছর আগে অভিযুক্ত ছেরু মিয়ার ওমান প্রবাসী ছেলের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি স্বামীর অবর্তমানে শ্বশুর বাড়িতে অবস্থান করছেন। বিভিন্ন সময় পুত্রবধূকে বিভিন্ন প্রসাধনী, খাবার দাবার এবং মূল্যবান জিনিস উপহার দিতো।

বিজ্ঞাপন

এমনকি তাকে স্বর্ণ গহনাসহ জমি লিখে দেওয়ার প্রলোভন দেখাতো। শ্বশুর এমন কার্যকালাপের বিষয়টি পুত্রবধু আত্মীয়-স্বজনকে জানাবে বললে ছেরু মিয়া পুত্রবধূর কাছে ক্ষমা চান।

গত বছরের ১৮ আগষ্ট ছেরু মিয়ার স্ত্রী আলেয়া বেগম তার বাবার বাড়িতে গেলে এ সুযোগে ভোরবেলা ঘুমিয়ে থাকা কিশোরী গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন শ্বশুর ছেরু মিয়া। ধর্ষণের ঘটনাটি পুত্রবধূ প্রকাশ করলে তাকে প্রাণে মারাসহ নানা ধরনের হুমকি ধমকি দেয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহাম্মদ বলেন, ১৫ বছরের কিশোরী গৃহবধূ শ্বশুর কর্তৃক ধর্ষণের স্বীকার হয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরী শ্বশুর ছেরু মিয়াকে আসামি করে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে।

মেডিকেল পরীক্ষার জন্য গৃহবধূকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আর অভিযুক্ত শ্বশুরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।