‘বিনা পারিশ্রমিকে কাজ করানো যাবে না ক্যাম্পাস সাংবাদিকদের’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করা বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিদের নিয়োগের জন্য আলাদা নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। একইসঙ্গে তাদের বিনা পারিশ্রমিকে কাজ না করিয়ে ন্যূনতম একটি বেতন নির্ধারণের কথাও বলা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দিয়েছেন কমিশনের সদস্যরা। এতে মোট ২১টি পয়েন্ট ও তার উপধারায় একগুচ্ছ সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে ক্যাম্পাস সাংবাদিকদের বিষয়ে বলা হয়েছে, ক্যাম্পাস সাংবাদিকদের জন্য আলাদা একটি নিয়োগ বিধি এবং একটি ন্যূনতম বেতন নির্ধারণ করতে হবে। অর্থাৎ বিনা পারিশ্রমিকে কাউকে কাজ করানো যাবে না।

আরও সুপারিশ করা হয়েছে, কোনো গণমাধ্যম নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র ছাড়া এবং বিনা বেতনে কোনো সাংবাদিককে অস্থায়ী, স্থায়ী কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ করতে পারবে না। সাংবাদিকদের শিক্ষানবিশ চাকরির মেয়াদ এক বছরের অধিক হবে না। এক্ষেত্রে তাকে সম্মানজনক শিক্ষানবিশ ভাতা প্রদান করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া, সারা দেশের সাংবাদিকদের স্থায়ী চাকরির শুরুতে একটি অভিন্ন ন্যূনতম বেতন নির্ধারণ করা প্রয়োজন বলেও সুপারিশে উল্লেখ করা হয়েছে।