শিকারীর ফাঁদে পড়া হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় শিকারীর ফাঁদে পড়া হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।

শনিবার (২২ মার্চ) সকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কাইনমারি খাল এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। পরে হরিণটি সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করে বন বিভাগ।

বিজ্ঞাপন

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, কাটেশ্বর টহল ফাড়ির সদস্যরা টহলের সময় তাঁরা সুন্দরবনের কাইনমারি খাল এলাকায় হরিণ শিকারীদের পাতা ফাঁদ দেখতে পায়। পরে বনের গহীন থেকে ফাঁদসহ একটি জীবিত হরিণ উদ্ধার করে দলটি। এসময় ওই স্থান থেকে একটি নৌকাও উদ্ধার করা হয়।

তিনি জানান, বনের ভেতরে শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়া হরিণটিকে সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন