এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

পরীক্ষার ভ্যানু পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পরীক্ষার ভ্যানু পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে ইউএনও মো. মুস্তাফিজুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ ভ্যানু পরিবর্তনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।

পরীক্ষার্থী মো. রাহাত শেখ ও জিহাদ হোসেন বার্তা২৪.কমকে জানায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে সরকার। তাতে বালিয়াকান্দি সরকারি কলেজের পরীক্ষার্থীদের ভ্যানু নির্ধারণ করেছে মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজে। যা তাদের কলেজ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। ওই কলেজের যাতায়াত ব্যবস্থাও খুবই খারাপ। তাদের সময় অনেক নষ্ট হবে।

বিজ্ঞাপন

তারা আরও জানায়, সরকারেরই নির্দেশনা রয়েছে ভেন্যু হতে হবে মূল কেন্দ্রের সবচেয়ে কম দূরত্বের কোন শিক্ষা প্রতিষ্ঠানে। সে ক্ষেত্রে তাদের ভেন্যু হওয়ার কথা বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। এই কলেজেই অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা।

আরেক পরীক্ষার্থী অনিকা তাহসিন সুপ্তি বার্তা২৪.কমকে জানায়, অজপাড়া গাঁয়ে প্রতিষ্ঠিত একটি কলেজে তাদের পরীক্ষার ভ্যানু নির্ধারিত হওয়ায় তারা আতঙ্কিত। যাতায়াত ব্যবস্থা যেমন লাজুক তেমনি ওখানে আবাসিক কোন ব্যবস্থাও নেই। ওখানে ভ্যানু হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। ভেন্যু পরিবর্তন করে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার ভেন্যু নির্ধারণ করার দাবি তার।

বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহ নেওয়াজ পারভেজ বার্তা২৪.কমকে জানান, ২৬ জুন বৃহস্পতিবার থেকে শুরু হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা। তারই ধারাবাহিকতায় সরকার ১৭ মার্চ সারাদেশের পরীক্ষার কেন্দ্র ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে। তাতে তার কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারিত হয়েছে শহর থেকে অনেক দূরে। যেখানে পরীক্ষার্থীদের যেতে অনেক কষ্ট হবে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ভ্যানু পরিবর্তনের জন্য তিনি ইউএনওর কাছে লিখিত আবেদন করেছেন।

ইউএনও মো. মুস্তাফিজুর রহমান চৌধুরী জানান, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদেও সঙ্গে আলোচনা করবেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী মো. রাহাত শেখ, মো. জিহাদ হোসেন, অনিকা তাহসিন। বিক্ষোভ শেষে বক্তব্য রাখে সুপ্তি, অথৈই কুন্ডু, তন্নী, নিপা জান্নাত, মায়া, সিজান, সিয়াম, উৎস, ইথুন।