মন্টু দাস হত্যা মামলায় ৩ আসামির রিমান্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনায় আলোচিত মন্টু দাস হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন বরগুনা জেলা জজ আদালত। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বিষয়টি  নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আসামিরা হলেন- মো. আসলাম ওরফে কালু (৩৫), মো. রফিকুল ইসলাম (৪২) এবং শ্রী রাম চন্দ্র রায় (৬৭)।

বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, নিহত মন্টু দাসের মেয়েকে ধর্ষণের সহায়তায় গ্রেফতার হওয়া ধর্ষণকারী সিজিবের বাবা শ্রীরাম চন্দ্র রায় (ছিদাম), কালু ও রফিককে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করি। আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন