বিশ্বব্যাপী মুসলিমদের ওপর চলমান নিপীড়ন ও ফিলিস্তিনের নিরীহ নারী-শিশুদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে। তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানান।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে রাজশাহীর জিরো পয়েন্টে সর্বস্তরের ছাত্রসমাজের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।এতে প্রায় শতাধিক শিক্ষার্থী, সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মী অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিপীড়িত মুসলিমদের পক্ষে দাঁড়ানো শুধু ধর্মীয় নয়, এটি মানবিক ও নৈতিক দায়িত্ব। ফিলিস্তিনে চলমান গণহত্যা ও বিশ্বব্যাপী মুসলিমদের ওপর নিপীড়নের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। নিরীহ নারী ও শিশুদের ওপর যে বর্বর হামলা চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ।
তারা আরও বলেন, ইসরায়েলের নির্মম আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য জোরালো পদক্ষেপ নিতে হবে।
আন্দোলনকারীরা রাজশাহী কলেজের শিক্ষার্থী যুবায়ের রশিদ বলেন, আমরা ইসরায়েলি পণ্য বর্জন করবো, যেন আমাদের টাকায় আমাদের ভাইদের হত্যা করা না হয়। ইসরায়েলের পণ্য বর্জন করলে তারা অস্ত্র কেনার জন্য প্রয়োজনীয় অর্থ পাবে না।
সম্প্রতি ফিলিস্তিনে সংঘটিত ভয়াবহ হামলায় হাজারো নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে শিশু ও নারীর সংখ্যা উল্লেখযোগ্য। এর প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে রাজশাহীতেও এই প্রতিবাদ অনুষ্ঠিত হলো।
বিক্ষোভে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের শিক্ষার্থী আবু সাহিল, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষার্থী মো. মেহেদী হাসান (সজল), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনাইদ আহমেদ (জিসান), সিটি কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।