প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত, আহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সদস্য নিহত ও এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত।

বুধবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা মাটিরাঙার তাইন্দংয়ের হেডম্যান পাড়ার বাসনা ত্রিপুরার ছেলে। এ সময় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

উপিডিএফ'র প্রচার ও প্রকাশনা শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার জন্য জনসংহতি সমিতির সন্তু গ্রুপকে দায়ী করা হয়। সাংগঠনিক কাজে তাইন্দংয়ের হেডম্যান পাড়ায় অবস্থানরত সদস্যের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে সন্তু গ্রুপের চিহ্নিত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে গেছে।