চট্টগ্রামে বিএনপির তিন কমিটি বিলুপ্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে বিএনপির তিন কমিটি বিলুপ্ত, ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামে বিএনপির তিন কমিটি বিলুপ্ত, ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিসহ তিন ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিলুপ্ত অন্য দুটি ইউনিট হলো- মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি।

২০২২ সালের ৩১ জানুয়ারি মিরসরাই উপজেলা ও পৌরসভা এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মিরসরাই উপজেলা বিএনপির কমিটিতে সাবেক যুগ্ম আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্য সচিব করা হয়।

বিজ্ঞাপন

বারইয়ারহাটে পৌর কমিটিতে দিদারুল আলম মিয়াজীকে আহবায়ক ও নিজাম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব এবং মিরসরাই পৌর কমিটিতে মোহাম্মদ মহিউদ্দিনকে আহবায়ক ও মো. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়।