চাঁদপুরে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, সহযোগী গ্রেফতার
-
-
|

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য-সচিব রিপন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রিপন শরীফকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে। যুবদল আরও জানায়, রিপন শরীফের ব্যক্তিগত কর্মকাণ্ডের কোনো দায়দায়িত্ব দল বহন করবে না।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বহিষ্কারের এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে দুমকির পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পাগলার মোড়ে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে রিপন শরীফের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে অন্যের জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন।
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা রিপন শরীফের বাড়িতে অভিযান চালায়। তবে টের পেয়ে তিনি ঘর থেকে লাফিয়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ।
ছবি: সংগৃহীত
নোয়াখালীর কবিরহাটে তিন বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ইমাম হোসেন (৫৫) চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের মৃত আব্দর জব্বারের ছেলে।
বুধবার (১৯ মার্চ) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে, গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভিকটিম তার মায়ের সাথে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের একটি বাড়িতে ভাড়া থাকেন। অভিযুক্ত ইমাম হোসেন ফেনী জেলার হাজারী রোডে একটি বাসায় থেকে গ্রামগঞ্জে পায়ে হেঁটে শিলপাটা খুঁটানোর কাজ করে। দুপুর সোয়া ১টার দিকে ইমাম ঘঠনাস্থলে গেলে ভিকটিমের মা তাকে একটি পাটা খুঁটানোর জন্য ডাকে। পাটা খুঁটানো শেষ হলে শিশুটির মা তাকে রেখে বাসা থেকে টাকা আনতে যায়। ওই সুযোগে ইমাম হোসেন ভিকটিমকে যৌন নিপীড়ন করে। পরে ভিকটিমের মা শিশুর চিৎকারে শুনে এসে ঘটনাটি দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতনের ১০ ধারায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ওই ধর্ষণকারীকে আটক করতে গেলে এলাকাবাসী পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে। এঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা আরো ৭/৮ জন পুলিশ সদস্যকে আটকে রেখেছে বলে জানা গেছে।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বলেন, মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়রা মারপিটের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে ধর্ষককে গাড়ি থেকে নামিয়ে আনেন। এরপর বিক্ষুব্ধরা ওই ধর্ষক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা করে বিক্ষুব্ধ জনতা।
এএসআই ইসমাইল আরও জানান, রাত সোয়া ১২ টা পর্যন্ত তাদের ৭/৮ জন পুলিশ সদস্যকে এলাকাবাসী আটকে রেখেছে। তদন্ত ওসিসহ পাঁচজনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মধ্যপাড়া এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। প্রাথমিকভাবে আহত যুবকের পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।
ছবি: সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই আলীম উদ্দিনকে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে ক্লোজড করার পর তাকে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এতথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.রাসেলুর রহমান।
এদিকে, এস আই আলীম উদ্দিনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সাথে ভুক্তভোগী তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদনও করেন।
জানা যায়, গত বছর ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলা (এফ আই আর নং-২০) এর আসামীদেরকে সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এসআই আলীম উদ্দিন আসামী পক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ বাণিজ্য করেন। আর ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. ফয়সল আহমদ (৩২)। লাখ টাকা ঘুষ গ্রহণ করেও আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে কাজ না হওয়ায় মো.ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান এসআই আলীম উদ্দিন।
এ ঘটনায় ফয়সল আহমদ মঙ্গলবার (১৮মার্চ) সিলেটের পুলিশ সুপার বরাবরে এসআই আলীম উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ক্লোজড করা হয়।
এব্যাপারে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.রাসেলুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনার সত্যতা রয়েছে তাই তাকে ক্লোজড করা হয়েছে। তদন্ত করে বাকিটা ব্যবস্থা নেয়া হবে।