দুমকি যুবদলের সদস্য সচিব রিপন বহিষ্কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য-সচিব রিপন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রিপন শরীফকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে। যুবদল আরও জানায়, রিপন শরীফের ব্যক্তিগত কর্মকাণ্ডের কোনো দায়দায়িত্ব দল বহন করবে না।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বহিষ্কারের এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে দুমকির পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পাগলার মোড়ে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে রিপন শরীফের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে অন্যের জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন।

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা রিপন শরীফের বাড়িতে অভিযান চালায়। তবে টের পেয়ে তিনি ঘর থেকে লাফিয়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ।