আবু তালেব ও আবু জাহেলের মত বিএনপি ও আ.লীগ এক না : মামুনুল হক
-
-
|

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মামুনুল হক
আবু তালেব ও আবু জাহেলের মত বিএনপি ও আ.লীগ এক না বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে 'হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মামুনুল হক বলেন, অনেকেই বিএনপি ও আওয়ামী লীগ কে এক পাল্লায় করে মাপ করে, আমি মনে করি এটা অবিচার। আওয়ামী লীগও ইসলামীক রাজনৈতিক সংগঠন নয়, বিএনপিও নয়। তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক পার্থক্য রয়েছে।
তিনি বলেন, দীর্ঘ সময় আমরা একসঙ্গে যুগপত রাজনীতি করেছি, জোটবদ্ধ রাজনীতি করেছি, আন্দোলন করেছি, সরকার গঠন করেছি। আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, আপনারা যে রাজনীতি করেন তার সঙ্গে আমাদের মুখ্য পার্থক্য আছে। সেই পার্থক্যের জায়গাটুকুও বুঝতে হবে। সেই পার্থক্যের জায়গা থেকে আপনাদের ভূমিকার কথাও আমি বলছি। বেগম জিয়া আমাদের অনেক সময় বলেছেন, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না।
আমাদের পরিষ্কার অবস্থান হলো এই, আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশে রাজনৈতিক ভাবে সংগ্রাম করে যেতে পারেন আমাদের পক্ষ থেকে সহযোগিতা পাবেন, বিরোধীতা পাবেন না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য আমানউলাহ আমান, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র সম্পাদক রাকিবুল ইসলাম বকুল প্রমুখ।
হিফযুল কোরআন ও কোরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সঞ্চালনা করেন নাছির উদ্দীন নাছির।