বিয়ে করলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন।

সোমবার (১৭ মার্চ) তিনি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।’ তবে তিনি নববধূর পরিচয় প্রকাশ করেননি।

তার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বন্ধু, সহযোদ্ধা ও অনুসারীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, তালাত মাহমুদ রাফি কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার দাদা তরিকুল ইসলাম ছিলেন বীর মুক্তিযোদ্ধা।