চট্টগ্রামের উন্নয়নে বিএনপির বিকল্প নেই: সাঈদ আল নোমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইস্টডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান।

তিনি বলেন, বিএনপি সরকারের সময় চট্টগ্রামে ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়িত হয়েছে, যার অন্যতম রূপকার ছিলেন প্রয়াত মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) নগরীর কাতালগঞ্জ বিবি কনভেনশন হলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান স্মরণে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, আবদুল্লাহ আল নোমান মন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালীন তৃতীয় কর্ণফুলী সেতু, ভেটেরিনারি ইউনিভার্সিটি, চট্টগ্রাম শিক্ষাবোর্ড প্রতিষ্ঠা এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা—এসব উন্নয়নকাজে ভূমিকা রেখেছেন। চট্টগ্রামের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে তিনি সর্বদা প্রতিবাদ করেছেন।

বিজ্ঞাপন

স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পাঁচলাইশ থানা বিএনপি নেতা গোলাম মনছুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদুল আলম খসরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।