সিলেটে ২৯ ডাকাত গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেটে ২৯ ডাকাত গ্রেফতার

সিলেটে ২৯ ডাকাত গ্রেফতার

আড়াই মাসে সিলেট জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ডাকাত দলের ২৯ সদস্য। জানুয়ারি থেকে মার্চ মাসের ১৫ তারিখের মধ্যে তাদেরকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো.সম্রাট তালুকদার।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুধু মাত্র মার্চ মাসের ১৫ দিনেই আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার হয়। এছাড়া জানুয়ারি মাসে ১৩ ও ফেব্রুয়ারিতে ৭ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করে জেলা পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১৫ মার্চ রাতে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকা থেকে সুমন আহমদ নামের এক ডাকাত একই দিন জকিগঞ্জ থেকে গ্রেফতার হয় ডাকাত রাসেল আহমদ রাসু।

১৪ মার্চ রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা দক্ষিণ সুরমার কদমতলী বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে শহীদ, বুরহান উদ্দিন বাছন ও হুমায়ূন নামের ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করে।

১১ মার্চ রাতে বালাগঞ্জ থেকে আবুল হোসেন নামের এক ডাকাত ও ৯ মার্চ বিয়ানীবাজার থেকে কামাল মিয়া নামের অপর এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

৩ মার্চ বিয়ানীবাজার থেকে কামাল মিয়া নামের ডাকাতি মামলার আরও এক আসামীকে ও ১ মার্চ বিশ্বনাথ থেকে গ্রেফতার হয় আবদুল মুমিন নামের এক ডাকাত সদস্যকে।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো.সম্রাট তালুকদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় এরকম অভিযান অব্যাহত রয়েছে।