বরগুনায় বিয়ের পিঁড়িতে সমন্বয়ক রাফি, পাত্রী কে?

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।’

বিজ্ঞাপন

অপরদিকে তার হবু স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিতু তার ফেসবুকে তাদের ছবি দিয়ে লিখেন আলহামদুলিল্লাহ।

খান তালাত মাহমুদ রাফির সঙ্গে বিয়েতে আবদ্ধ হওয়া নারী জান্নাতুল ফেরদৌস মিতুর বাড়ি বরগুনার সদর, উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়ার গাবতলায় গ্রামের। জাকির হোসেন মেয়ে মিতুর মা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা মোঃ জাকির হোসেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

বিয়ের বিষয়ে মিতুর বাবা জাকির হোসেনকে মুঠোফোনে জানতে চাওয়া হলে জানান, পারিবারিক ভাবেই রাফি ও মিতুর বিয়ে হচ্ছে। তবে কখন কোথায় হচ্ছে জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে ফোন ছেড়ে দেন।

তবে বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস মিতু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিং করার জন্য ঢাকায় গেলে রাফির সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই বিয়ের সূত্রপাত।

প্রসঙ্গত, তালাত মাহমুদ রাফি কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার দাদা তরিকুল ইসলাম ছিলেন বীর মুক্তিযোদ্ধা।