দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে: আলতাফ হোসেন
-
-
|

ছবি: বার্তা২৪.কম
পটুয়াখালীতে বিএনপির ইফতার মাহফিলে দলের ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব ঘটনা দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি মহলের ষড়যন্ত্রের অংশ।
রোববার (১৬ মার্চ) বিকেলে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চলমান সংকটের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারায় অন্তর্বর্তীকালীন সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, বিএনপি ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের পরও রাজনৈতিক সহিংসতা ও নাশকতা চালানোর চেষ্টা চলছে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়ার সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহসীন উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাহ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।