বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতারে অংশ নেন।
তৃতীয় দিনেও কর্মব্যস্ত জাতিসংঘ মহাসচিব। গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন তিনি।
বিজ্ঞাপন
এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর থেকে কয়েকটি রাজনৈতিক দলের নেতা, সংস্কারের উদ্দেশে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন জাতিসংঘের মহাসচিব।
এ ছাড়া ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
নরসিংদীতে আলো ছড়াচ্ছে জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালিত মেহমান খানার প্রতিদিনের খাবার পরিবেশনে। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালনায় মেহমানখানা, যেখানে মাহে রমজানের প্রতিদিন সমাজের নিম্ন আয়ের মানুষ ও মাদরাসার কোরআনের পাখিদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সংগঠনের মাসব্যাপী ইফতার আয়োজনে চলমান কাজের অংশ হিসেবে প্রতিদিনই কোন না কোন স্থানে ইফতার বিতরণ করে যাচ্ছে। শুক্রবার নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা জামিয়া কারিমিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসা ও জামিয়া লুৎফুন্নেছা মহিলা মাদরাসায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালক রবিউল্লাহ সায়েম এবং নরসিংদী ব্লাড ডোনার ক্লাবের সভাপতি সাহিদ সরকার ও সেক্রেটারি শাহিন ও জাকারিয়া আল হোসাইন৷
জানা যায়, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবীগণ সারা বছর প্রতিমাসে একবার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভালো খাবারের আয়োজন করেন। আর রমজান উপলক্ষে প্রতিদিন তারা এই আয়েঅজন করে থাকেন।
স্পেন প্রবাসী তামিম আবু বকর ও রবিউল্লাহ সায়েমসহ এক ঝাঁক স্বেচ্ছাসেবীর সার্বিক তত্ত্বাবধানে দেশী ও প্রবাসীদের অর্থায়নে তারা এ মানবিক আয়োজন করেন বলে জানান।
ঈদের আগে ৬০ফিট রাস্তা জনগণের চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
শনিবার (১৫ মার্চ) মিরপুর ৬০ ফিট রাস্তার চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, 'ডিএনসিসি এলাকার দুটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তার একটি মিরপুর ৬০ ফিট রাস্তা এবং আরেকটি মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি রাস্তা। অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। বেশিরভাগ বড় বড় রাস্তায় চললে মনে হতো আমরা কোন যুদ্ধবিধ্বস্ত রাস্তায় চলছি। একমাস আগেও এই দুটি রাস্তা যারা ব্যবহার করেছেন তারা অনেক কষ্ট করেছেন।
রাস্তার উন্নয়ন কাজ চলছে
আমি দায়িত্ব নেয়ার পরে পুরো টিমকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি রাস্তা দুটি এই মাসে রোজার মধ্যেই সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করে দিব। ইতোমধ্যে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি রাস্তাটির কাজ সম্পন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছি। ঈদের আগেই ৬০ ফিটের রাস্তার কাজ শেষ করে জনগণের চলাচলের উপযোগী করে দেওয়া হবে।
মোহাম্মদ এজাজ বলেন, 'কাজ করতে যেয়ে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। ৬০ফিট রাস্তার ৮টি পয়েন্টে রাস্তার পাশে বাড়ির মালিক আমাদের ফুটপাত করতে দিচ্ছে না। আমাদের কর্মীদের কনস্ট্রাকশন করতে দিচ্ছে না। কোর্টের রায়ের ভয় দেখাচ্ছেন। কোন ধরনের সহযোগিতা করছে না। অবৈধভাবে দোকান দিয়ে রেখেছে, ময়লা ফেলে রেখেছে।'
বাধা প্রদানকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা জনগণকে চলাচলের সুবিধা দিতে চাই, কিন্তু কেউ যদি সরকারি কাজে বেআইনিভাবে বাধা দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কাজে, সিটি করপোরেশনের কাজে যারা বাধা দিচ্ছে আমরা তাদের বাড়ির প্রকৃতি যাচাই করছি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকেই অবৈধভাবে আবাসিক ভবন বাণিজ্যিক হিসেবে ব্যবহার করছে। গত বিশ বছর ধরে বাণিজ্যিক হারে ট্যাক্স দিয়েছে কিনা সেটা ধরবো। তাদের প্লান তলব করবো, রিভিউ করে দেখবো অনুমতি নেয়া আছে কিনা। প্লানের বাহিরে অবৈধ বিল্ডিং আমরা ভেঙে দিব। আমরা কোন ধরনের ছাড় দিব না।
তিনি আরও বলেন, আমরা জনগণের জন্য কাজ করছি, দখলদারদের জন্য নয়। সরকারি রাস্তা দখল করে জনগণকে দুর্ভোগে ফেলা চলবে না। আগামী ২৩ তারিখে আমি সসরেজমিনে রাস্তায় থাকবো ৬০ ফিটের ৮টি পয়েন্টে। আমি নিজে থেকে অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবো।
প্রশাসক বলেন, আমরা অনেক জায়গায় দেখেছি ফুটপাত দখল। অনেক গ্যারেজ মালিক ফুটপাত ও রাস্তা ব্যবহার করে মোটারসাইকেল ও গাড়ি ওয়াশ করছে। ঈদের পরে আমরা অভিযান পরিচালনা করবো, যেসব দোকানদার ফুটপাত দখল করে ব্যবসা করবে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দিব, দোকান সীলগালা করে দিব।'
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, পহেলা বৈশাখের আগে ডিএনসিসি এলাকায় যতগুলো রাস্তার কাজ চলছে সেগুলো সম্পন্ন করা হবে। প্রয়োজনের তুলনায় আমাদের লোকবল অনেক কম। রাতের আঁধারেও আমাদের কর্মীরা কাজ করছে, কারণ আমরা বসে থাকার জন্য আসিনি, বরং পরিবর্তন আনার জন্য এসেছি।
পরিদর্শনে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জামালপুরে ছাত্রলীগ নেতা মনজরুল ইসলাম মুঞ্জু-কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) গ্রেফতার ওই ছাত্রলীগ নেতাকে জুলাই আগস্ট আন্দোলনে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাহমুদ ইউনিয়নের নিজ বাড়ি থেকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে মেলান্দহ থানা পুলিশ।
গ্রেফতার মো. মনজুরুল ইসলাম মঞ্জু (৩৫) মেলান্দহের চর-মাহমুদপুর এলাকার মো. সুরুজ্জামানের ছেলে সে দীর্ঘদিন মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন,‘ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে গত বছরের ২৯ অক্টোবর মেলান্দহ থানায় হওয়া নাশকতার মামলায় (নং ২০) ছাত্রলীগ নেতা মঞ্জুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিনের ছুটি ঘোষণা
স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
|
ছবি: সংগৃহীত
জাতীয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক–এর মৃত্যুতে রবিবার (১৬ মার্চ) এক দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর, পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক–এর মৃত্যুতে আগামীকাল ১৬ মার্চ (রবিবার) বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
একজন প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে পরিবারের সম্মতিক্রমে জানাজার সময় ও স্থান সম্পর্কে সকলকে অবহিত করার লক্ষ্যে ক্যাম্পাসে মাইকিং, শোকবার্তা প্রকাশ, কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতসহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সকল প্রথা অনুসরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবারের সিদ্ধান্তক্রমেই অধ্যাপক আরেফিন সিদ্দিক–এর জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবারের এই সিদ্ধান্তকে সম্মান জানায়।
উল্লেখ্য, রাজধানী ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক।