পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম সৌরভ (৩০) নামে এক অঠোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল এ সময় সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে।শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে আপত্তিকর দৃশ্য দেখতে পান, তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।

বিজ্ঞাপন

আটক রফিকুল ইসলামের বাড়ি পঞ্চগড় পৌরসভা উত্তর দর্জিপাড়া এলাকায় প্রায় পাঁচ বছর আগে বিবাহ বিচ্ছেদের পর সৌরভের স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকেন।

এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভের পরিবারের সদস্যরা শিশুটির বাবাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ সৌরভকে গ্রেফতার করে। তাকে আসামি করে মামলা করে শিশুটির মা। শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা বলেন তার সঙ্গে আমার কোন বিরোধ নেই তারপরও সে আমার মেয়ের সঙ্গে এমনটা করেছে আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারধরও করে আমি এর ন্যায্য বিচার চাই।

বিজ্ঞাপন

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল কাশেম জানান প্রাথমিক তদন্তে শিশুটির ওপর নির্যাতনের আলামত পাওয়া গেছে।

পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। তবে সৌরভ দাবি করেছেন তাকে ফাঁসানো হয়েছে।