গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা: আপিল বিভাগ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষক এখন দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।

বিজ্ঞাপন

এর আগে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন ও গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন। সেই আদেশ ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আইনজীবী সালাউদ্দিন দোলন জানান, সরকারি প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণির হলেও তাদের ১১ ও ১২তম গ্রেডে বেতন দেওয়া হতো। অথচ নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির অন্যান্য সরকারি কর্মকর্তারা ১০ম গ্রেডে বেতন পান। ২০১৪ সালের ৯ মার্চ সরকার প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দিলেও পরবর্তীতে মন্ত্রণালয় প্রশিক্ষিত শিক্ষকদের জন্য ১১তম ও অপ্রশিক্ষিত শিক্ষকদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করে।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে আসছিল। পরে ২০২৩ সালের ৪ মার্চ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজসহ ৪৫ জন শিক্ষক হাইকোর্টে রিট আবেদন করেন, যা শেষ পর্যন্ত আপিল বিভাগে গড়ায় এবং প্রধান শিক্ষকদের গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়ার আদেশ বহাল থাকে।