ভালুকায় সিএনজির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
-
-
|

ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মোটরসাইকেলে সিএনজির ধাক্কা লেগে সেলিনা আক্তার পিয়া (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত সেলিনা আক্তার পিয়া ত্রিশাল উপজেলার সানকিভাঙ্গা এলাকার নোমান মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলার নিশিন্দা এলাকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতের স্বামী নোমান মিয়া (২৫) গুরুতর আহত হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা ত্রিশাল থেকে মোটরসাইকেল করে ভালুকার দিকে যাচ্ছিলেন। নিশিন্দা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী সিএনজির সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। পরে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে মোটর সাইকেলের যাত্রী সেলিনা আক্তার পিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং তার স্বামী মোটর সাইকেল চালক নোমান মিয়া গুরুতর আহত হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল গৃহবধূ নিহত হয়েছে ও তার স্বামী চালক নোামান মিয়া গুরুতর আহত হয়েছেন। আহত নোমান মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।