পুলিশ প্রধানের বক্তব্যের পরপরই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহাসড়কে দুর্ভোগ সৃষ্টিসহ বিভিন্ন ঘটনায় শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্যের পরপরই আবারো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টার ৩০ মিনিটে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবরোধ করেন স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুইপাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ঈদের আগে বেতন বোনাস দেয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা নিয়ে গড়িমসি শুরু করেছে। এ নিয়ে শ্রমিকরা গত দুদিন ধরেই মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছেন। সবশেষে কোন উপায় না পেয়ে বৃহস্পতিবার সকালে তারা কর্মবিরতি দেন। একপর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেমে অবরোধ করেন।

এদিকে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে সমোঝোতার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

এর আগে, গাজীপুরে গত দুদিন ধরে চলমান আন্দোলন, সড়ক অবরোধসহ চলমান পরিস্থিতি নিয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শ্রমিকরা তাদের দাবি আদায়ে সড়ক অবরোধ করেন এতে সাধারণ মানুষের ভোগান্তি হয়। তাই তাদের অনুরোধ করছি তারা যেন সড়কে কোন প্রকার বিঘ্ন সৃষ্টি না করে।