বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিক ও স্টাফরা। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কের চলাচলরত যাত্রীরা।

বুধবার (১২ মার্চ) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন বাড়ইপাড়া এলাকার মাহমুদ ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা। বেলা সাড়ে ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।

বিজ্ঞাপন

শ্রমিকরা জানায়, পোশাক কারখানায় আগে নিয়মিতভাবে শ্রমিক ও স্টাফদের বেতন পরিশোধ করা হতো। কিন্তু জানুয়ারি মাস থেকে কারখানার মালিকপক্ষ বেতন পরিশোধ করেন না। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া পড়েছে। সে কারণে কারখানার শ্রমিক ও স্টাফরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। মালিকপক্ষ আমাদের বেতন কবে নাগাদ পরিশোধ করেন তা নিয়ে টালবাহানা করছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত,ওসি) কামাল হোসেন বলেন, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা সমধানের চেষ্টা করছি।

বিজ্ঞাপন