রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংস ও চামড়াসহ আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংস ও চামড়াসহ ইসরাফিল সিকদার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইসরাফিল ওই গ্রামের আলী আহমেদ সিকদারের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরআন্ডা সংলগ্ন সোনারচর সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি চক্র বন্য পশু পাচার করে আসছিল। তবে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বন্য মহিষের মাংস ও চামড়াসহ ইসরাফিলকে তার বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। ওইদিন সকাল থেকে তিনি ওই এলাকায় মাংস বিক্রি করছিলেন।

বিজ্ঞাপন

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন জানান, "দীর্ঘদিন ধরে একটি চক্র সোনারচর থেকে বন্য পশু পাচার করছিল। সম্প্রতি ৫-৬টি বন্য মহিষ পাচারের তথ্য পাওয়া গেছে। ইসরাফিলকে মহিষের মাংস ও চামড়াসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধভাবে বনে অনুপ্রবেশ এবং বন্য পশু চুরির অভিযোগে মামলা দায়ের করা হবে। বন বিভাগের সোনারচরের বিট কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করবেন। মামলার প্রক্রিয়া চলমান।"