বরিশালে বাসচাপায় শিশু নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন সিকদার (১০) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। নিহত ইয়াসিন আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার বাসিন্দা মো. সুমনের ছেলে।

মঙ্গলবার (৪ মার্চ) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শিশুটি তার নানা মজিদ সিকদারের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী হাওলাদার নামে একটি লোকাল বাস বেপরোয়া গতিতে এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়, আর গুরুতর আহত হন তার নানা মজিদ সিকদার।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। তারা দ্রুত বাসটিকে আটকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গুরুতর আহত মজিদ সিকদারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বাসচালকের বেপরোয়া গতি ও দায়িত্বহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাবাসী ও যানবাহন চালকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তদন্ত শুরু করেছে।