পটুয়াখালীতে ২৫ ও ২৬ মার্চ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত আরা জামান ঊর্মি, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর বিএনপি সভাপতি মোঃ কামাল হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব গোলাম রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেন। সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি, ইমাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা সভায় অংশ নেন।

সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন বলেন, "রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে উপর্যুক্ত নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ ও ২৬ মার্চের সব কর্মসূচি যথাযথভাবে পালন করতে হবে। সকলের সহযোগিতায় এই কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে হবে।"