'মার্কেট ও শপিং মলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে'
-
-
|

ছবি: সংগৃহীত
রমজানের শুরুতে ঢাকার বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, 'গুলশান-বনানীর প্রতিটি মার্কেট ও ডিসিসি ১ ও ২ নম্বর মার্কেট পরিদর্শন করে দেখেছি। সেখানে মার্কেটের মালিক সমিতি, দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলহামদুলিল্লাহ ভালো বলেছেন।'
গতকাল মঙ্গলবার রাতে গুলশার-১ এর পুলিশ প্লাজার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
রেজাউল করিম মল্লিক বলেন, 'আমরা দেখেছি প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আমি মার্কেটের প্রতিটির দোকানদারের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে শুকরিয়া আদায় করেছেন।' তিনি বলেন, 'আসন্ন ঈদকে কেন্দ্র করে মার্কেটগুলোতে কেনাকাটা ও বেচা বিক্রির বিষয়ে দোকান মালিক সমিতি ও দোকানীদের কাছ থেকে আমরাও ভালো সহযোগিতা পাচ্ছি।'
তিনি বলেন, 'শপিং মল ও মার্কেটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি পুলিশ ও গোয়েন্দা পুলিশ নিরলস ভাবে কাজ করছে। আমাদের দৈনন্দিন রুটিন অনুযায়ী তারা সার্বিকভাবে দায়িত্বে পালন করছেন।'
তিনি আরও বলেন, 'এই সিয়াম সাধনার মাসে আমরা যাতে ভালোভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারি এবং আসন্ন ঈদুল ফিতর আমরা যাতে সুন্দরভাবে পালন করতে, পারি সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি এবং আমরাও আপনাদের সহযোগিতা করব। মহানগররী জনগণের জানমালের সার্বিক নিরাপত্তায় আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।'
রোজার দিনেও ইফতার শেষে ডিএমপির পুলিশ সদস্যরা জনগণের নিরাপত্তা নিশ্চিতে ছুটে বেরাচ্ছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আমরন চাই জনগণ শান্তিতে থাকুক, তবে আমরা শান্তিতে থাকবো।'
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, 'প্রতিটি জায়গায় পুলিশের ফুট পেট্রোলিং আছে, টল টিম রয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশিচৌকি পরিচালাসহ গোয়েন্দা পুলিশের সদস্যরাও নজরদারি করছে।'
তিনি বলেন, 'আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারি মহোদয়, আইজিপি স্যার, ডিএমপি কমিশনার যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করছি। সরকারের নির্দেশনা মোতাবেক আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাচ্ছি।'