ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা, আটক আরও ১
-
-
|

ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় তোফাজ্জেল হোসেন (৫৩) নামে আরও একজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শিংনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে আটক করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ।
আটক তোফাজ্জেল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের জবান আলী মন্ডলের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, আটক হওয়া তোফাজ্জেল হোসেনকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আটককৃতরা সন্ত্রাসী ও চরমপন্থি দলের সদস্য। তবে তারা এই ট্রিপল মার্ডারে জড়িত কিনা তা পুলিশ তদন্ত করে বের করবে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণি শ্মশান খাল এলাকায় গুলিতে নিহত হন চরমপন্থী নেতা হানেফ আলী (৫৬) ও তাঁর দুই সহযোগী। বাকি দুজন হলেন- হানেফের শ্যালক উপজেলার শ্রীরামপুর গ্রামের লিটন হোসেন (৩৫) ও কুষ্টিয়া পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম (২৫)। এ ঘটনার তিন দিন পর শৈলকুপা থানায় অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করেন হানেফ আলীর ভাই ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুর রহমান। ওই মামলায় গত ২৪ ফেব্রুয়ারি রাতে ঝিনাইদহ শহর ও গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে হরিনাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছানোয়ার হোসেন সনুর ছেলে আবু সাইদ (৩৯) এবং একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনজের হোসেনের ছেলে আনারুল ইসলামকে (৩৬) আটক করে র্যাব। পরে তাদের দুজনকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ।