পঞ্চগড়ে আটক ৫ ডাকাত টাঙ্গাইলের বাস ডাকাতিতে জড়িত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ৫ জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। একই সাথে চক্রটি বৃহৎ ডাকাতির পরিকল্পনা নিয়ে তেঁতুলিয়ায় প্রবেশ করে বলে জানা গেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।। এর আগে গত শনিবার (১ মার্চ) গভীর রাতে ডাকাতির এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের চারটি বাস ডাকাতির সাথে চক্রটি জড়িত ছিল বলে স্বীকারোক্তি দিয়েছে।

পুলিশ সুপার বলেন, ঘটনার পর পরেও খবর পেয়ে পুলিশের ৪ থেকে ৫টি টিম নিয়ে রাতভর অভিযান পরিচালনা করা হয়। একই সাথে তেঁতুলিয়া সহ জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। আর এসময় পুলিশকে সহায়তা করে স্থানীয়রা। অভিযানের এক সময় রবিবার (২ মার্চ) সকালে ট্রাকের এক চালককে আটকের পর যাত্রীবাহী বাস থেকে আরো চারজন সহ মোট ৫ জনকে আটক করা হয়। মূলত ট্রাক চালক রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি-হরিপুর এলাকার আনোয়ার হোসেন (৪১) আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এসময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ১২ হাজার টাকা, আড়াই ভড়ি স্বর্ণ সহ ৫টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি-হরিপুর এলাকার আনোয়ার হোসেন (৪১), একই জেলার পীরগঞ্জ উপজেলার মকিমপুর এলাকার শরিফুল ইসলাম (৩৫), একই উপজেলার আজমপুর ফকিরপাড়া এলাকার মো. হাসানুর (৪০), পালানো শাহপুর এলাকার মো. আয়নাল (৩৮) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার তহিদুল ইসলাম (৪০)।

জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এস. এম. শফিকুল ইসলাম, পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মনির উজ্জামান সহ বিভিন্ন শাখার পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা।