ভাটারায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লেগে চারজন মারা গেছেন। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি৷

সোমবার (০৩ মার্চ) দুপুরে অগ্নিকান্ড ও নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তার আবু তালহা জুবায়ের।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুপুর ১২টা ১৭মিনিটে ভাটারার সৌদিয়া হোটেলে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বারিধারার দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু৷

তিনি আরও জানান, ছয়তলা হোটেল ভবনটির দুই তলায় আগুনের সূত্রপাত৷ এই আগুনে চারজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের লাশ ছয় তলায় পাওয়া গেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন