চট্টগ্রামে পুলিশের এসআইকে মারধরের ঘটনায় গ্রেফতার ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাট এলাকায় টহলরত এক পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এসআই ইউসুফ আলী মাদক সেবনে বাধা দিলে একদল যুবক তাঁকে এলোপাতাড়ি মারধর করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ওই যুবকেরা গাঁজা সেবন করছিল। এসআই ইউসুফ আলী জিজ্ঞাসাবাদ করলে তারা দোষ স্বীকার করে ক্ষমা চান। সতর্ক করে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরই তাঁকে ঘিরে ধরে বলেন, ‘আপনি তো ভুয়া পুলিশ, আইডি কার্ড কই?’ এরপর তাঁকে মারধর করে ওয়াকিটকি, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এ ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এসআই ইউসুফ আলীর ইউনিফর্ম খুলে ফেলা হয় এবং তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মোবাইল, মানিব্যাগ, ওয়্যারলেস সব নিয়ে গেছে ওরা।’

বিজ্ঞাপন

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম জানান, গ্রেফতার দুইজনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে, অন্য দোষীদের ধরতে অভিযান চলছে।