চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় এক সাংবাদিক কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে নানান অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টা নজরে আনেন।

উপদেষ্টা সভা চলাকালেই তাৎক্ষণিক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন দেন। এবং ফোনে বলতে শোনা যায় চকরিয়া থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন

বিজ্ঞাপন

চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে এর আগে এক সাংবাদিক মামলা দায়ের করেন। অভিযোগ তোলেন তাকে সংবাদ প্রকাশের জেরে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা ও মিথ্যা মামলা দেয়ার। এছাড়াও আরও বিভিন্ন অভিযোগে ৩টি মামলা হয়।

ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া ২০সেপ্টেম্বর চকরিয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি বান্দরবান জেলায় ছিলেন।

সভায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।