গরু বোঝাই ট্রলি চাপায় শিশুর মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে রাস্তা পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় আদিল (১২) নামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, আদিল বাই সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলো, এ সময় দ্রুত গতির একটি গরু বোঝাই ট্রলি এসে আদিলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আদিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন