বিজিবি দিল দোকান উপহার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসায় মেহেরপুরের সীমান্তবর্তী কাজীপুর গ্রামের খোকন নামের এক প্রতিবন্ধীকে পুনর্বাসন করেছে বিজিবি।

শনিবার (১ মার্চ) দুপুরে বিজিবি ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ আনুষ্ঠানিকভাবে এ দোকান হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

৪৭ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের (বিজিবি) বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এ দোকান উপহার দেয়া হয়েছে। খোকন মেহেরপুরের গাংনীর কাজিপুর গ্রামের খন্দকার পাড়ার খন্দকার হিয়ার আলীর ছেলে।

মাহবুব মুর্শেদ জানান, খোকন এক সময় কসাইয়ের কাজ করতেন। কয়েক বছর আগে প্যারালাইজড হয়ে পড়ে। আর্থিক অনটনের কারণে প্যারালাইজড অবস্থায় সে মাদক পাচারে জড়িয়ে পড়ে। গ্রেফতার হয় বিজিবির হাতে। অসহায় পরিবারের কথা ভেবে স্থানীয়রা বিজিবির কাছে স্বাভাবিক জীবনে ফিরে আসার মুচলেকা দিলে ছেড়ে দেয়া হয়। এর পর থেকে স্বাভাবিক জীবন যাপন শুরু করে খোকন।

বিজ্ঞাপন

মানবিক বিবেচনায় বিজিবি খোকনকে পুনর্বাসনের আশ্বাস দেন এবং আলোর পথে ফিরে আসায় খোকনের কর্ম সংস্থানের ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন। সে অনুযায়ী শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে দোকানঘর হস্তান্তর করা হয়। যারা অন্ধকার জগত থেকে আলোর পথে ফিরবেন তাদের জন্য বিজিবি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

এ সময় কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, ইউপি মেম্বর শাহিনসহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।