পদ্মায় গৃহবধূর মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার কুমারখালি উপজেলায় নিখোঁজের পর পদ্মা নদীতে জেলেদের জালে মিলেছে আঞ্জুমান (২০) নামে এক গৃহবধূর মরদেহ।

শনিবার (১ মার্চ ) সকালে কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া ফকিরপাড়া এলাকায় পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার জালে গৃহবধূ আঞ্জুমানের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত একটার দিকে নিখোঁজের পর, পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান পাওয়া যায়নি ।

বিজ্ঞাপন

পরে শনিবার সকালে কালুয়া ফকিরপাড়া এলাকার পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার জালে উঠে আসে গৃহবধূ আঞ্জুমানের মরদেহ।

পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার রাতে স্বামী আসিফ শেখের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে সে স্বাভাবিকভাবে সবকিছু করেছে কিন্তু রাত ১টার দিক থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আঞ্জুমানের ওপর জ্বীনের আছর ছিল পরিবার দাবি করছে।

প্রাথমিকভাবে পুলিশের ওই গৃহবধূর শরীরে কোন আঘাতের চিহ্ন পায়নি। এছাড়া পরিবারও কোন আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায়নি।