ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ও ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনা আরও চার যাত্রী আহত হয়েছে।

নিহত সিএনজি চালক হোসেনপুর উপজেলার চরজিনারী এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে পল্টন মিয়া (৪৫)।

বিজ্ঞাপন

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধীতপুরে গফরগাঁও -ভালুকা সড়কে এ ঘটনাটি ঘটে। ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গফরগাঁও থেকে ছেড়ে আসা ভালুকগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ধীতপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়।এ ঘটনায় সিএনজি চালক পল্টন মিয়া গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৪জনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ড বলেন নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক তৌকির আহমদ ও ঘাতক ট্রাককে আটক করা হয়েছে।

অপরদিকে ত্রিশালে শনিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাজির শিমলা এলাকায় রাস্তা পারাপারের সময় সালমান ফারুকী তাফসির (১৬) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।

নিহত সালমান ফারুকী তাফসির ত্রিশাল উপজেলার কাজির শিমলা খন্দকার বাড়ির কবির হোসেনের ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় সৌখিন বাসের চাপায় সালমান ফারুকী তাফসির গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।