র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি; সেনা সদস্যসহ গ্রেফতার ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় দুইজন চাকুরিচ্যুত সেনা সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা। এসময় তাদের  কাছ থেকে ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ। এর আগে শুক্রবার বগুড়া শহরের কলোনী এলাকায়  জেলা শিক্ষা অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার গাবতলীর আরমান আলী (৩৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন (৪৫) এবং ঝালকাঠির নলছিটি এলাকার মামুন হোসেন তালুকদার (৩৭)।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি গাবতলীর রঞ্জু মিয়া নামে এক ব্যক্তির কাছে ফোন করে প্রতারকচক্র নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে। তারা ভয় দেখায় যে, র‌্যাব অফিসে তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং তা থেকে বাঁচতে হলে এক লাখ টাকা দিতে হবে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভুক্তভোগী র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং কৌশলে তাদেরকে বগুড়া জেলা শিক্ষা অফিসের সামনে আসতে বলা হয়। সেখানে আসলে তিনজনকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ভুয়া অস্থায়ী পরিচয়পত্র, ডিজিএফআই এর ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার ২০০ টাকা এবং কালো রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম দুইজন চাকুরিচ্যুত সেনাসদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন