ফেনীর সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ফেনীতে পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ৬ জন। এ ঘটনায় অন্তত আরও ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকার হাফেজিয়া মাদ্রাসা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন-ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ ও নোয়াখালী জেলার হাতিয়া এলাকার জোবায়ের(৩৫) । নিহত অন্য দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন


ঘটনায় আহত অবস্থায় ৫ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মহিউদ্দিন মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মহিউদ্দিনের চাচা শ্বশুর হানিফ মিয়া। আহতরা হলেন, জাহাঙ্গির (৩০), মনির (৪০), সবুজ (২৫), নাগর মাঝি (৪০)। আহতরা সকলে ভোলা জেলার বাসিন্দা বলে জানা গেছে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিকদের (রাজমিস্ত্রী) বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহিউদ্দিনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনা কবল থেকে প্রাণে বেঁচে যাওয়া নুর উদ্দিন নামে এক নির্মাণ শ্রমিক বলেন, সহদেবপুর এলাকার সবুজের সঙ্গে ভবনের ছাদ ঢালাইয়ের জন্য চট্টগ্রামের মিরসরাই এলাকায় ১৮ জন শ্রমিক গিয়েছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে ফেনীর লেমুয়ায় এলাকায় আমাদের বহনকারী পিকআপ হঠাৎ করে থেমে যায়। এসময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান আমাদের গাড়িকে ধাক্কা দিলে গাড়িতে থাকা শ্রমিকরা দিগ্বিদিক ছিটকে পড়লে কাভার্ড ভ্যান তাদের রাস্তায় পিষে দ্রুতগতিতে চলে যায়।

স্থানীয় সিএনজি চালক শফিউল আলম ডালিম বলেন, যাত্রী নামিয়ে ফেনীর দিকে যাচ্ছিলাম। লেমুয়া এলাকার হাফেহীয়া মাদ্রাসার সামনে একটি পিকআপ উল্টে থাকতে দেখে থেমে দেখি অন্তত ৫ জন শ্রমিক মৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। ৬/৭ জনের মতো আহত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছেন। আমার গাড়ি করে ২ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেছি।

স্থানীয় বাসিন্দা কাওছার বলেন, বিকট আওয়াজ শুনে বাড়ি থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এসে দেখি পিকআপটি আইল্যান্ডের ওপর পড়ে আছে। গাড়ির আশেপাশে আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। মহাসড়ক এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।জানান তিনি।