চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, মাতৃভাষা দিবস শুধুমাত্র একদিনের স্মরণীয় দিন নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধার প্রতীক।
তিনি বলেন, ভাষার মর্যাদা রক্ষা আমাদের দায়িত্ব, কারণ শহিদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা বাংলার মর্যাদা পেয়েছি। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ নিজেদের ভাষায় কথা বলতে পারছি, এবং এটি আমাদের অমূল্য সম্পদ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ফটিকছড়ি বিএনপির দলীয় কার্যালয়ে শহিদ ও মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও সদস্য মুনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, বজল আহমেদ, আবু তাহের সিদ্দিকী, মহিউদ্দিন আজম তালুকদার, আলোউদ্দিন চৌধুরী, বেলাল উদ্দিন, আবদুল মন্নান চৌধুরী, ওমর ফারুক, জসিম উদ্দিন নান্নু, নজরুল ইসলাম, হাসানুল করিম পিকেট, ডা. বদি, দৌলত মিয়া, লিটন, রশিদ চৌধুরী, প্রিন্স ওমর ফারুক, মোজাহারুল ইকবাল লাভলু, ইব্রাহিম, আফসার, শেখ সুমন, এরশাদ, মামুন, হেলাল, রফিক, ইসমাইল, নাজিম রকিব উদ্দীন বালাল, ফাহাদ, জসিম, জয়নাল সুজন প্রমুখ।
সরওয়ার আলমগীর আরও বলেন, মাতৃভাষা দিবস আমাদের একত্রিত হওয়ার ও ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারকে পুনরায় শক্তিশালী করে। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের জাতীয় ঐক্য ও গর্বের প্রতীক।
এ সময় অন্যান্য বক্তারা শহিদদের স্মরণে ভাষার মর্যাদা রক্ষার উপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য একত্রে কাজ করার আহ্বান জানান।