এস কে সুরের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
-
-
|
সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার (এস কে) সুর
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার (এস কে) সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার টাকা রয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এ ছাড়া, আদালত তাদের পরিবারের দুটি ফ্ল্যাট ও আট শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন। এর মধ্যে সেগুনবাগিচায় এস কে সুরের ১ হাজার ৫০০ বর্গফুটের একটি ও ধানমন্ডিতে সুপর্ণা সুরের ৪ হাজার ৪০০ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে।
গত ১৯ জানুয়ারি এস কে সুরের ধানমন্ডির বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা ও সাড়ে ৪ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথিপত্র উদ্ধার করে দুদক। সেখানেই বাংলাদেশ ব্যাংকে তিনটি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশে এসব লকার খোলার অনুমতি পায় দুদক।