বরিশালে রাজনৈতিক বিবেচনায় ৫৯টি সাইবার মামলা প্রত্যাহার

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশালে সাইবার আইনে করা অর্ধশতাধিক মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। এই মামলাগুলো বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল এবং সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে এগুলো প্রত্যাহার করা হয়েছে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের সূত্র জানিয়েছে, মুক্ত মত প্রকাশের কারণে সরকার সাইবার আইনে করা এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৫৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

এসব মামলা সাবেক সরকারের বিরুদ্ধে কটুক্তি এবং অন্যান্য কারণে করা হয়েছিল। রাজনৈতিক বিবেচনায়, ৪৯৪ ধারা মোতাবেক এই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। অধিকাংশ মামলার আসামী ছিলেন বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

প্রত্যাহার করা মামলাগুলোর মধ্যে ৪৯টি সাইবার ট্রাইব্যুনাল মামলা, ৯টি সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা এবং ১টি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সাদিকুর রহমান লিংকন বলেন, "পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে সাইবার আইনে রাষ্ট্রদ্রোহী মামলা করা হতো। এই মামলাগুলো ছিল মূলত হয়রানিমূলক, যা সরকারের সিদ্ধান্তে প্রত্যাহার করা হয়েছে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, মামলার প্রত্যাহারের পর বর্তমানে সাইবার ট্রাইব্যুনালে ৫৩৬টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১৮০টি সাইবার ট্রাইব্যুনাল মামলা, ৩৪৭টি সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা এবং ৯টি জিডি রয়েছে। উচ্চ আদালতের নির্দেশে ১০টি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে।