সাবেক এমপি হাবিবরের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক এমপি হাবিবরের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এমপি হাবিবরের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুর্নীতির অভিযোগ থাকায় বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. হাবিবর রহমানের বিভিন্ন ব্যাংকে থাকা ৭টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এসব হিসাবে ৯৪ লাখ ৮ হাজার ৫৮২ টাকা রয়েছে।

বিজ্ঞাপন

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল এসব সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, হাবিবর রহমানের নামে এসব অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে হাবিবর রহমানের নামে অর্জিত এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পরিবারসহ আত্মগোপনে ছিলেন হাবিবর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।