পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি আজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকার পিলখানা হত্যারকান্ডের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার সাবেক বিডিআর সদস্যদের জামিনের শুনানি আজ। কার্যক্রম চলমান রয়েছে। কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতের মাধ্যমে চলছে জামিনের শুনানির এই কার্যক্রম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার কিছুক্ষণ আগে আদালতের কার্যক্রম শুরু হয়। কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইবুন্যাল-২ এর বিচারক ইব্রাহীম মিয়ার আদালতে সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে এই মামলার আসামিদের জামিনে মুক্তি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। পরে চার বছর পর ২০১৩ সালের পাঁচই নভেম্বর বিচারিক আদালতে হত্যা মামলাটির রায় হয়।

এখনো পর্যন্ত এ মামলাটিতেই বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসামি। ৮৫০ জন বিডিআর সদস্যের বিচার হয় এ মামলাটিতে।এর মধ্যে মৃত্যুদণ্ড দেয়া হয় ১৫২ জনকে। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় ১৬০ জনকে। বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় ২৫৬ জনকে।

বিজ্ঞাপন

বিচারিক আদালতের এ রায়েই খালাস পেয়েছেন ২৭৮ জন। আর মামলার রায় হওয়ার আগেই মারা গেছেন চারজন। রায় ঘোষণার পর মারা যান আরো ১১জন।

এর আগে, গত ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর বিস্ফোরক আইনে জামিন পান ১৬৮ বিডিআর সদস্য।